আয়োজনের ফাঁক ছিল না...
শুধু ডাকার মতো ডাক ছিল না।
তাই তো কাছে এলে না মা...
তাই তো ধরা দিলে না।
ভক্তের অভাব ছিল না...
অভাব ছিল ভক্তির।
অকূল পাথারে তাই
পথ খুঁজে ফিরি মুক্তির।


অন্তরে মা দৃষ্টি দাও...
হৃদয়ে দাও চেতনা।
পথভোলা এই সন্তানেদের
সরিয়ে দূরে রেখো না।
মিথ্যে অহংকারে আমরা
নিজের কাছে নিজেই হারি...
ভুল ভেঙে মা তোমায় যেন
ডাকার মতো ডাকতে পারি!
....................................
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)