বিশুদ্ধ প্রেম পরশ খুঁজেছিলাম একদিন কিটমুক্ত বৃষ্টি ভ্রুণে
পেন্ডুলাম শক্তির প্রভাবে ছন্দহীন জীবনে
প্রেম ও এসেছিলো নীরবে
বেশ যাচ্ছিল দিবা-যামী
মায়াবী স্বপ্নগুলো নীলাম্বরী আঁচল উড়িয়ে উড়ে চলতো আকাশ থেকে আকাশে
হঠাৎ আবির্ভূত হয় কিটযুক্ত ভূণ
ধেয়ে আসে বিষাক্ত  শূণ্যতা
চাঁদ জ্যোস্নায়  কষ্টেরা জেগে উঠে
ব্যথার বিরহভূমিতে
গন্ধহীন ঘাসফুল
মনের ভিটেতে ছড়ায় না আর সুবাস।


২৩ সেপ্টেম্বর ২০১৮