কিরে সই অমন কইরা চায়া চায়া কি দেহস?


-আরে সই কহন আইলি?
সইরে ওই চানডারে দেখ
কি মায়াবী ওর চেহারা
কি অমলিন ও তাই না?


-হুম, তবু ওরে  গায়ে কলঙ্ক আছে।


-আর তা জেনে বুঝে সবাই তার প্রেমে পড়ে
মানুষ, পশু পাখি,সাগর, পাহাড় সবাই।
দেখ ছোট ছোট ঘাসফুলগুলো কি নির্লজ্জের মত
ড্যাব ড্যাব  করে চায়া আছে
সারা রাত চান্দের সাথে অভিশারে কাটায়
ভোরের স্নিগ্ধ  শিশিরের চন্দন জলে
খেলে ডুব সাঁতার।
চান্দের আলোয়  পুকুরের কাছ জলে
মাছ খেলে ট্রাপিজি খেলা।
কলাবতী চানডারে দেখলে
মনডা বড্ড উচাটন হয়রে সই?
ওই বেশরম চান ক্যান বুঝে না
ওর কোমলতা আমারে ভীষণ ভাবে পোড়ায়।
ওরে দেখলে ঈর্শা হয়
হিংশায় গা জ্বইলে পুড়ে ওঠে
ও ক্যান বুঝেনা!!

বন্ধু বিনে বুকখান বড্ড ধড়ফড় করে
ও সই,  সইরে ওই বেশরম চানডারে ঘোমটা দিতে ক'না।
ওরে 'ক' আমার বন্ধু যেন আসে অভিসারে।


২৭ মার্চ ২০১৮
সময় সন্ধ্যা ৭.২৫