বাংলার মানুষ, আর কত ঘুমাবে বাহে
জাগো জাগো, ঘুমানোর সময় নয় এ,
ধর্ষিতা এ বাংলা মায়ের চোখে অশ্রুবন্যা
তোমার ঘরে বোন আছে,আছে জায়া কন্যা।


ধর্ষকের নাইতো কোনো শরম লজ্জা লাজ
বিষ দহনে কেঁদে ভাসছে সোনার বাংলা আজ,
আর কত উলঙ্গ হবে আমাদের বাংলাদেশ
কবে হবে শেষ ধর্ষণ ও অত্যাচারের রেস?


জাগো, জাগো, জাগো ঘুমাইও না আর
করো ধর্ষকের লিঙ্গচ্ছেদ এ পার ও পার,
দাও,দাও সাজা দাও প্রকাশ্যে সব এনে
আৎকে উঠে কাঁপুক ধরা, জানুক বিশ্বজনে।


কাকে তোরা উলঙ্গ করিস, কাকে করিস ধর্ষণ?
ওরা তোদের জননী জায়া,কন্যা অথবা বোন,
এতো তোদের যৌনক্ষুধা ওরে জালিমের দল
দেখাস তোরা এতোই তোদের শক্তি সাহস বল?


জেগেছে নারী, জেগেছে নাগিনী জেগেছে
জেগেছে মানুষে, জেগেছে মানুষ জেগেছে,
দেয়ালে ঠেকেছে পিঠ, রবো না নীরব আর
আছে সে ক্ষমতা তোর সইবি যাতনা ভার?


ওরা ললনা, তাই ওরা পলিমাটি তুলতুল
নির্বোধ, একথা ভেবে করিস না আর ভুল,
ওরা সুবাসিত ফুল, ওরা মৌবন ওরা মৌমাছি
খেঁপেছে ওরা খেঁপেছে, শোন গুনগুন গুঞ্জরণ।


ওরে নির্বোধ, বেয়াকুব, চুপ,একদম চুপ
নারী-পুরুষ উভয়কে বিধাতা দিয়েছে রূপ,
তোমাকে বিধাতা, যাযা দিয়েছেন ভাই
সৃষ্টি নিয়মে বিধাতা, নারীকেও দিয়েছে তাই।


পার পাবি তুই, বারবার করে এক ভুল?
কেন ধুলায় মিশাস সুগন্ধি তাজা ফুল?
ওরা এবার বজ্র হবে, ওরা লেলিন হবে
রাজ পথে ওরা সবার আগে মিছিলে রবে।


ধুলায় মিশাবে, পুড়িয়ে করে দেবে সব ছাই
বল কোথা পালাবি? পালাবার পথ নাই,
ওরা নারী, ওরা জননী, জায়া, কন্যা, ভগ্নি
ওরা তানানা ধীন তা ওরা অগ্নি ওরা অগ্নি।


লালসার জ্বালা মিটাতে তোরা নিস সম্ভ্রম সম্মান
তোদের ঘৃণ্য কাজে, থরথর কাঁপে জমিন-আসমান,
মিটায়ে তৃষা জল পিপাসা তোরা করিস উল্লাস
বসুন্ধরা গুমরে গুমরে কেঁদে চলে বারমাস।


রাক্ষুসে ক্ষুধা মিটিয়ে,যে নিজেকে ভাবিস ধন্য
তোরা নস রে মানুষ, বন্য, বন্য তোরা সব বন্য,
হতাসার বাহুডোরে মাথা ঠেকে প্রতিবাদ জনমনে
তোদের বিচার আদালত নয় করবে জনগণে।


কোমলমতী জননী এবার ছুড়েছে বিষ বাণী
রক্ত ফিনকি ছুটবে এবার, বিপ্লবী পিনাকপাণি,
করবে ধর্ষকের ন্যায্য বিচার ফাঁসির কাষ্ঠে ঝুলাবে
তুলো তুলতুল নরম ও হাত খঞ্জরিতে বুলাবে।


জেগেছে নাগিনী, জেগেছে বিশ্ব জেগেছে
জেগেছে পুরুষ, জেগেছে মানব জেগেছে,
উঠেছে ঢেউ ভেঙেছে তালা খুলেছে তোরণ দ্বার
জনতা এবার হাতে নিয়েছে ধর্ষকের বিচার ভার।


৭ অক্টোবর ২০২০