কার শাড়ি আঁচল উড়ে যায়, ওই নীল নীলিমায়
যাবার বেলা আড় নয়নে ফিরে ফিরে কে চায়?
বসন্ত শেষে ধরা ধামে আজ গ্রীষ্ম এলো রে ফিরে,
সাজ সাজ রবে নতুন বছর বিদায় জানালো কারে?


এমনি করে যুগ যুগ প্রাচীন ঘুরে ঘুরে চলে যায়
অলস কায়া মিথ্যে মায়ায় স্মৃতি বোঝা পড়ে রয়।
নাও মুঠি ভরে যে যত পারো, দাও বাড়িয়ে দু’হাত
দিয়ে যায় হেসে ভালোবেসে বেসে নতুনের সওগাত।


সাজায়ে দোসর স্মৃতি আঙ্গীনা এলো এক বছরের তরে
রাঙায় চরণ চতুর নয়ন সুপ্ত বসনে বৈশাখ এলো ফিরে।
১৬ এপ্রিল ২০১৮
সময় বিকেল ৫.৫৫