রুবাই-১.২.৩.৪.৫.৬


(সময়ের আপর্তনে হারিয়ে যায় সময়। তবু মীরজাফর ও ঘোসেটি বেগমেরা হারায় না। স্বার্থ চরিতার্থের তেমনই দৃষ্টান্ত রাখলেন শামিমা নূর পাপিয়া। এক একটি ঘটনা সামনে আসে তা নিয়ে হুজুগে মাতে মানুষ। কিছুদিন পর থেমে সে জের থামাতে আবার শুরু হয় নতুন হুজুগ। জানিনা এর পর কি আছে, অপেক্ষা জনগণ )


১.
পিউকাঁহা পাপিয়া, ঝড় ওঠেছে কাঁপিয়া
ছোটবড় ধড়পড় সব পড়েছে ঝাঁপিয়া।
হুজুগের কাঙালি আমরা হলাম বাঙালি
পিউকাঁহা পাপিয়া উঠে পড় সব ছাপিয়া ।


২.
শোনো বলি কানে কানে, সুরেলা সুর-তানে
ভাঙা রেকর্ড বেজে যায় মনুষ্য কানেকানে
ফেসবুক ফলোয়ার হয়ে গেলো তলোয়ার
এতো এতো হাকডাক কুফলই বয়ে আনে!


৩.
আহা, বাঘা তেঁতুল বুনো ওল আর আমড়া
যোগ বিয়োগে কষে যায় ঘসামাজা চামড়া
সারিবাঁধা নেতাদের বাজাল ডুগডুগি ছেতারা
চলছে হৈচৈ শোরগোল ধরা খেলো ধামড়া।


৪.
কি হতে কি হলো রাতারাতি ডিঙিয়ে প্রাচীর
হল নেতাদের চক্ষু ছানাবড়া জনগণ অস্থির
কতকথা কতজন বলবে মাতামাতি চলবে।
ওরাই হয় মহাজন, বাক্য বিভাজন খিস্তির।


৫.
হতাশার দোলাচলে তামাশার খেলা-ছলে
খোশে গিয়ে ঘোমটা সবটা মিশলো জলে
আৎকাল মনটা খাড়া হলো নেত্রির লোমটা
ওরে কিবা দোষে সব কিছু গেলো রসাতলে?


৬.
হুজুগ হুজুগ চলছে জনগণ কত কথা বলছে
পিউকাঁহা পাপিয়া রবরব জনগণ দোলছে
হাবভাব এমনি, এতো আর কিছু নয় তেমনি
জাতির জাতীয়তায় বাংলা এভাবেই চলছে।