সেই শ্রাবণ, একটু বৃষ্টি একটু রোদ
সেই প্রথম চলার শুরু
তারপর কেটে গেলো কত  শ্রাবণ
শুভ্র কাশফুল, শরৎ তুলতুল  মেঘ
বিন্দু বিন্দু শিশির, লাল ঘোমটা পরা
            ঝরা শিউলির হাসি।
হেমন্তের সবুজ শাড়ির আঁচল প্যাচিয়ে
ললাটে এঁকেছিলে উষ্ম চুমু
সুপ্ত প্রেম জাগিয়ে তুলে হাতে হাত ধরে দূর-বহুদূর .......
পিলপিল পায়ে এগিয়ে চলা পথ ।


ভোরের সূর্যটা এখন আলো ছড়ায়
পর্যায়ক্রমে আসে শীত বসন্ত,
আসে গ্রীষ্ম বর্ষা, শরৎ হেমন্ত
চলার পথ হয় আলোকিত মসৃণ,
মসৃণ থেকে অমসৃণ আবার মসৃণ
আঁচলে জমানো উত্তাপ ভালোবাসা
মনে রাখতে চাইনা দিন তারিখ
মনে রাখতে চাইনা বয়সের পিছুটান।
যা বলে বলেযাক পিছু লোকে
                একটু বৃষ্টি একটু রোদ
তুমি আমি দুটি মন এক প্রাণ।
এভাবে চলবে তরী অনন্ত প্রেম, অনন্তকাল।


৬ সেপ্টেম্বর ২০১৯