স্বপ্নের ঘোরে কেটে যায় দিন,তন্দ্রা ছুটে যেতেই-
স্বপ্নের জাল ছিঁড়ে হায়।
ধবল মেঘগুলো উঠে যায় আকাশ থেকে আকাশে,
দৃষ্টিকে আকৃষ্ট করে জীবনের তাগিদ।
ছুটে ফেরে এ প্রান্ত থেকে ও প্রান্তে।
এক সময় ক্লান্ত দেহ এলিয়ে দেই অশ্বত্থের ছায়ায়
ঝিরঝিরে হাওয়া জুড়িয়ে দেয় দেহ মন।
শিহরণ জাগে শিরায় শিরায়,
অবচেতন মন আবার স্বপ্নে হারায়।
গ্রহ থেকে গ্রহে খুঁজে ফেরে কোনো এক মায়াবী দৃষ্টি
টুংটাং সুর তোলে পিয়ানো হৃদয়।
হারমোনিয়ামের রিডগুলো সা রা গা মা পা সুরে নড়ে ওঠে,
জংলা ভাঁটফুলের সুবাসে দেখা হয় এক নক্ষত্রের সাথে
জ্বলজ্বল করে তার দুটি চোখ।
সে আলোয় আমি ছুটে চলি হাজার ক্রশ
দেখা মেলে নিহারিকা পথের।
বৈপরিত্য দৃষ্টি হাহাকার জাগায় মনে আমার ছুটে যায় তন্দ্রা
পঞ্চমা মৃতের স্বাধ অনুভূত হয় তাতে,
মনে হয় এই বুঝি ফুরিয়ে এলো সময়।
তবু মায়াবী স্বপ্ন জালে বন্দি থাকে জীবন
স্বপ্ন দেখার হয় না যে শেষ।


৭ জুলাই ২০১৬
সময় সকাল ৮.৫৫