কি হলো? ওদিকে কোথায় চললে?
-ইস ইস, চুপ চুপ, একদম চুপ শুনতে পাচ্ছ ভাঙনের গর্জন?
-ভাঙনের গর্জন!
-হ্যাঁ ভাঙনের গর্জন,ওই শোনো সব কিছু  ভেঙেচুরে তচনচ  করতে করতে  ক্রমান্বয়ে এগিয়ে আসছে।
-কি বলছো, কোথায় ভাঙন, কোথায় গর্জন?
-ওইতো, ওই-তো আকাশ বাতাস তোলপাড় করা গর্জনে ধেয়ে আসছে ঢেউ
-তুমি মন দিয়েছো কাউকে?
মনে হচ্ছে তোমার মন ভাঙছে,  লন্ডভন্ড হচ্ছে তোমার ভিতরটা
সে আতঙ্কই দিনরাত গিলে খাচ্ছে তোমাকে।
তাই সে গর্জনের আওয়াজ আমি শুনতে পাচ্ছিনা।
-মন! না আমি কাউকে মন দেইনি।
-বললেই হলো।
-  কেন হলো না?
-তোমার চোখ-মুখ,  তোমার মন-মনোন,তোমার চাহনি বলছে তুমি...
-মানুষগুলো বড্ড বেইমান,
নিজ স্বার্থে মিথ্যে প্রতিজ্ঞা করে
               ভালোবাসর নামে করে প্রবঞ্চনা
বিশ্বাসের সাথে করে স্বেচ্ছাচারিতা।
-তবু তো মানুষকেই মানুষ বিশ্বাস করে, করতে হয় তাইনা?
-বিশ্বাস! শুনেছি ও শালার মা মারছে সেই কবে
ওর যে কেন হয় না মরণ?
-ও মরলে বুঝি ভালো হতো?
-নয়তো কি। ও মরে গেলে মানুষ নামের
এই আজব চিড়িয়ারা  বিশ্বাস নামের শব্দটি নিয়ে খেলা খেলতে পারত না।
ঠকতেও হতো না সরল মানুষগুলোকে।
উঠতো হৃদয় ভাঙা গর্জন,
                লন্ডভন্ড হতো না জীবন।
-কার উপর এতো অভিমান, কার উপর ক্ষেপে আছো এমন,  জানতে পারি কি?
-ধরে নাও তোমারই উপর
-আমার উপর!কিন্তু আমি তো তোমার বিবেক
-এই শোনো বিকেবের দোহাই দিওনা
তুমি না, তুমিই সব থেকে বড় প্রবঞ্চক।
-আমি প্রবঞ্চক?
-হ্যাঁ হ্যাঁ তুমি প্রবঞ্চক, তুমি ঠিক থাকলে
এদেশে থাকতো না হায়না রূপী মানুষ
নিত্য ঝলসাতে হতোনা আমার মা মৃত্তিকাকে
এই সবুজ বনানী পুড়ে খাক হতোনা মানুষ রূপী দানুশের হাতে।
আজো তোমারি কারণে ধর্ষিত হয় নারী
অকালে ঝরে যায় সদ্য ফোটা গোলাপ
ভেঙে চৌচির হয় আমারই মত কারো মন।
-তা যা বলেছো
-দেখো সুর্যটাকে কেমন করে গিলে খাচ্ছে কালো মেঘ, মেঘ থেকে সাগরের জলে
সূর্যটা রাত তপ্ত আগুনে ভস্ম করে দিতে চাইছে পৃথিবী
-হুম দেখছি এবং এতোক্ষণে বুঝেতেও পেরেছি
- ওভাবেই প্রতিমুহুর্তে আমাদের পুঁজিরাখা ভালোবাসা আর বিশ্বাস
গিলে খাচ্ছে বন্ধু রূপধরী স্বার্থেন্যেসী মানুষ
রাজনীতিকের প্রবঞ্চনায় গুমরে গুমরে  কাঁদছে দেশ।
- চুপ করো দয়া করে চুপ করো আর নিতে পারছিনা।
তোমাকে দোষারোপ করে ভুল করেছি  তুমিই রাইট।
এখন বুঝতে পারছি আসলে  বিবেক ফাঁসুড়ে, প্রেমিক প্রবঞ্চক আর কবি তো বলেই গেছেন বেশ্যাকে তবু বিশ্বাস করা যায়
রাজনিতিকের ধ্বমনিতে সুবিধা বাদির পুঁজ।
--বুঝতে পারার জন্য ধন্যবাদ তোমাকে।