লক্ষ্মীসোনা
শাহানাজ সুলতানা


লক্ষ্মীসোনা চাঁদের কণা
আয়না কাছে ওরে
রেঁধে দেবো পদ্মার ইলিশ
আজ আমি তোরে।


দুষ্টুমি তুই আর করিস না
চুপটি করে বস
জীবনটা নয় সরল সোজা
অংকটা তুই কষ।


লক্ষ্মীসোনা রাগ করিস না
আমার কাছে আয়
ভাসবি কি তুই ময়ূরপঙ্খী
সওদাগরের নায়?
  
তবে তুই পড় রে সোনা
পাঠেতে দে মন
চাঁদের আলো ঝলমলাবে
দেখবি সারাক্ষণ।


ওরে লেখাপড়া না শিখলে
জীবন রবে নোয়া
ছেয়ে রবে তাপিত তোকে
আঁধার ধোঁয়াধোঁয়া।


খেলতে তোর নেই বারণ
খেলার সময় খেলবি
তুই মানুষ হয়ে মানুষ মাঝে
তারা হয়ে জ্বলবি।


কেন আছিস গোমড়া হয়ে
মুখটা করে ভার
লেখাপড়ায় নে সাজায়ে
জীবন সমাহার।


এনে দেবো সোনার বল
খেলিস তুই রোজ
সোনামণি বলনা এবার
কে নেয়নি খোঁজ?


কে মেরেছে কে বকেছে
কে দিয়েছে তাড়া
যে কারণে সারা পাড়াময়
পড়ে গেছে সাড়া।


আম্মু তোকে ভীষণ বকে
আম্মুটা ভীষণ পঁচা
কথায় কথায় আম্মু শুধু
দেয় কথার খোঁচা?


কথা দিলাম বকবেনা আর
চল এবার বাড়ি
লেখাপড়া শিখে একদিন
কিনবি তুই গাড়ি।


মায়ের বকা আশিস ওরে
সেযে জীবন নিভ
মায়ের বকা তোর জীবনে
জ্বালবে মঙ্গলদীপ।


বাড়ি ফিরে যাবো আমি
থাকবোনা গাছতলা
সন্ধ্যা প্রদীপ জ্বালবে মা
এলে সাঁঝেরবেলা।


লেখাপড়া শিখবো আমি
গড়বো সোনার জীবন
সুখ সোহাগে রাখবো ভরে
আমি সবার মন।


বাবা আমায় আশিস করো
আশিস করো মা
ত্রিভুবনে মাগো তোমার
নাইরে তুলোনা।


মাগো তুমি লক্ষ্মী মাগো
বাবা শীতল ছায়া
উঠবে গড়ে তোমাদের আদর্শে
কোমল মন-কায়া।


লক্ষ্মীসোনা বলে যখন
আমায় যাও ডেকে
আমি তখন দুই আঁখিতে
স্বপ্ন যে যাই এঁকে।


লেখাপড়া শিখে আমি
অনেক বড় হবো
দেশের ভার আমি আমার
কাঁধে তুলে নেবো।


১৭ সেপ্টেম্বর ২০২০