খুব ইচ্ছে ছিলো তুমি এসে বসবে পাশে
যেমন করে বসন্ত আসে প্রকৃতির বুকে
রং বাহারি নানান ফুলের
                 রঙে রঙে রঙিন হবে জীবন।
চুপিচুপি এসে পাশে বসবে,
আঙুলে ছোঁয়াবে আঙুল ঠিক তেমন করে
ভোরের শিশির যেমন করে ছোঁয় ঘাসের ডগা।
খুব ইচ্ছে ছিলো চাঁদনীমুখোর রাতে তুমি আসবে
ভালোবাসার গল্প শুনাবে
      শুনবে আমার মন খারাপের গল্প।


কবিতার শতদল হয়ে
ফুটবো তোমার মুকুলিত কবিতার মঞ্জুরিতে।
নদীর বুকে ছোট ছোট নুড়ি ছুড়তে ছুড়তে
কোন কবির কবিতা আবৃত্তি করবো আনমনে
মুগ্ধ হয়ে শুনবে আমার আনাড়ি কণ্ঠের আবৃত্তি।


তোমার চোখে দেখবো আকাশ,  নদী, পাহাড়
তোমার হাতে হাত রেখে দেখবো সুর্যাস্ত
দেখবো সূর্যোদয়ের সোনালি সকাল
আমার চোখে চোখ রেখে বলবে
আর কাজল দিওনা চোখে, এমনিতেই মায়া হরিণ চোখ তোমার।
আমি তখন অবাক চোখে দেখবো তোমায়
তুমি অসীম মুগ্ধতায়-
         আমার চোখের পানে তাকিয়ে বলবে
তোমার কাজলহীন চোখেই আমি হয়েছি খুন।
তোমার ভালোবাসায়, তোমাকে ভালোবেসে
কাটিয়ে দিতে চেয়েছিলাম একটা  জীবন।


খুব ইচ্ছে ছিলো হঠাৎ এসে চোখ এটে ধরে
আমার মসৃণ চুলে গুজে দেবে গোলাপ
কানের কাছে মুখ নিয়ে বলবে
ভালোবাসি তোমাকে খুউউউব ভালোবাসি
                তুমি এসেও ছিলে,
জানিনা কোন ঐশ্বর্যের মোহে বিভর হলে
কোন ঐশ্বর্যের মোহে বন্দী হলো তোমার মন
তুমি তোমার প্রতিজ্ঞা ভুলে  
আমাকে পথের ধুলায় মিশিয়ে দিয়ে
তুমি  বাহারি অর্কিডে জীবন সাজাতে ব্যস্ত হলে।


২০ আগস্ট ২০১৯