তুমি আসবে ,তুমি আসবে আবার নতুন করে
শতবর্ষের মুকুট মাথায় লাল-সবুজের ভোরে,
এক এক করে পার করেছি প্রহর গুনে গুনে
শুনবো তোমার পদধ্বনি পাতাঝরা ফাল্গুনে।


তোমার সে চলে যাওয়া যারা, ছিলো অনুরাগে
তাদের হৃদয় কাঁপে আজ, পুলকিত শিহরণ জাগে
অঞ্জলিতে হাসি ভরে তারা দাঁড়ায় পথের ধারে
তুমি আসবে ফিরে, ফের বিপ্লব নিয়ে সংসারে।


রূপসা শিপসা ভদ্রা যতদিন প্রবাহমান থাকবে
ততদিন ধরে বঙ্গবন্ধু তোমাকেই মনে রাখবে,
পাখির গানে নদীর তানে সে নাম যাবে ভেসে
তুমি আসছ শতবর্ষ পর ,আবার আসছ দেশে।


আজ হবে হাওয়ায় হাওয়ায় নতুন দিনের পাঠ
জেগেছে সাগর-পাহাড় , জেগেছে সবুজ মাঠ,
এ দেশের মাঠ এ দেশের বন এ দেশের ধামে
মুষ্টি-তোলা শপথ আছে শেখ মুজিবের নামে।


তোমার প্রতিক্ষায় বাতাসে বাজে আগমনী গান
চোখের কালিমা ধুয়ে মুছে, গায় শতবর্ষের গান,
নীল আকাশের তারা হয়ে সবার হৃদয়ে ফুটবে
হত বিহব্বল শঙ্কিতরা ও তোমার পায়ে টুটবে।


মায়ের চোখ উদাসী বোনের পরনে সাদা শাড়ি
বিজন রাত্রি নির্ঘুম কাটে তোমার প্রতিক্ষারি,
নতুন বার্তায় ধ্বনিত অভয় দাতা নিকষ রাত্রি
তুমি শান্তসুবাস মন্থর বায়ু স্নিগ্ধ ভোরের যাত্রি !


সুমেরু হতে কুমেরু জুড়ে জাগিয়ে সবার প্রাণ
ছড়িয়ে পড়েছে আকাশ বাতাসে সেই সুঘ্রাণ,
ফিরে এসেছে শত জনমের মুজিব-শতবর্ষ
তুমি বাঙালির জীবন-মরণ তুমি যে উৎকর্ষ।
২৭ মার্চ ২০২০