এস সুলতানা


কখনো মেঘ এসে ছুঁয়ে যায় চুল
ধুয়ে দেয় নয়ন কাজল
কখনো সুপ্ত বাতাস ছুঁয়ে যায় শরীর
হৃদয়ে জাগে অনুরণ।
মন, উড়ে যায় ধানক্ষেত, ছোট নদী
পেরিয়ে দিগন্তের শেষে।
কখনো গ্রাসে জীবন ভীষণ বিশাদ
হতাশা- গ্লানি কুরে খায় বুকের পাজর।
এই মেঘ এই রোদ আলো ছায়া খেলা
মিলেমিশি কেটে যায় জীবন বেলা।


২৮ আগস্ট ২০১৯