বিশ্ব-ভূবন দেখবো বলে
ভেঙেছি তোরণ দ্বার
রুধবে আমায় এমন বলো
সাধ্য আছে কার!


আমি ঝড় হবো,হবো ঝঞ্ঝা
অকাল-কাল বৈশাখীর
হাতে আমার উড়বে ঝাণ্ডা
আমি হবো মহা-বীর।


ভাবছ আমি অনেক ছোট
কাঁপছে তোমার বুক
অশ্রু ছলছল তাই নয়নে
মলিন তোমার মুখ?


ভূবন কাঁপাই তুড়িতে আমি
আমি বিজলী, বুলবুল
আমার বার্তায় জনমনে
পড়ে যায় হুল-স্হূল।


আমি চুঙ্গি ফুড়ে তুঙ্গী যাই
উর্ধ্ব বাজাই বিশান
আমি মাতন ডমরু দামামা
থরথর কাঁপে ইশান।


ও চোখে কান্না মানায় না
মুছে ফেল ওই পানি
অগ্নিসেনার জননী  তুই
তুই হলি দেবযানী।


জানি মাগো আমি তোর
ছোট্ট বাদশাহজাদা
তাই তোর মনে মা,সংশয়
কাজ করে যায় সদা।


থাকি বসে ঘরের কোণে
আমি এক ধ্যাতা
তোর আশিস মাথায় নিয়ে
উতরে যাবো বাধা।


ভয়-ভীতিহীন-মন,আমার
লড়বে প্রতিটাক্ষণ
আমারই গুণের বলে মাগো
আমায় চিনবে জগৎজন।


১৪ নভেম্বর ২০১৯