ভোর হতেই শুরু হয়েছে টুপটাপ বৃষ্টি
বছরের প্রথম বৃষ্টি,
টিনের চালে বৃষ্টির রিমঝিম গান
ভীষণ মনে করিয়ে দিচ্ছে
শৈশবের সেই দ্যসি দিন
খেলার সাথীদের সাথে আমকুড়ানোর ধুম।
মনে করিয়ে দিচ্ছে কৈশোরের সেই সোনালি সু-দিন
এ কোন ছবি ভাসছে চোখের কোণে-


ঝমঝম ঝম শ্রাবণ সকাল
সাটার বন্ধ দোকান পাশে
অপেক্ষারি প্রহর গুনে  দাঁড়িয়ে আছে একটি যুবক
ভাবছে কি সে একগ্রচিতে উদাস মনে
হুট তোলা এক রিক্সা এসে থামল সেথা
কাক ভেজা এক ললনা ছিলো
পরানে তার ব্রাউন কালার শাড়ি
লাল ব্লাউজ, লাল টিপ আর
মেঘ কাজলে নয়ন আঁকা
মিষ্টি হেসে সুদর্শন তার হাত বাড়ালো
চোখে চোখ চাহনি অপলক
সেই তো হলো প্রথম দেখা সেই তো প্রথম প্রেম।
প্রনয় তার সিঁড়ি বেয়ে যাচ্ছিলো দিন বেশ
হঠাৎ কোরে কোন গ্রাসে ছিঁড়লো প্রেমের  বীণার তার
হারিয়ে গেলো কোথায় তারা কেউ জানেনা
তবু প্রতিচ্ছবি ঢেউ খেলে যায় নয়ন তারায়
ভুলতে গেলেও যায় না ভোলা পুরান স্মৃরি।
চোখের পাতায় উথলে উঠা এ কোন মায়া
এই প্রভাতে এ কার কায়া সামনে এলো !!!


৩১ মার্চ ২০১৮
সময় সকাল ৬.৪৪