সন্ধ্যা হলো সাঁঝ প্রহরে
সাঁঝের প্রদীপ জ্বালো
ধরার বুকে দাও ছড়িয়ে
দীপ্ত জ্ঞানের আলো।


আজ তুমি  কোমলমতি
ছোট্ট শিশু অতি
সবার আশিস তোমার জন্য
জ্বালতে জীবন জ্যোতি।


লেখা-পড়া শিখে তুমি
তোমার জীবন গড়
আজকে তুমি ছোট আছ
কাল যে হবে বড়।


হেলা হেলায় কাটিও না
আজকের এই সময়
লেখা-পড়া না শিখলে
জীবন দুঃখময়।


২৯ মে ২০৮