হে সবুজ বৃক্ষ হে বনভূমি কেন শুধাও বারেবার
কোন দেশে জন্ম আমার কে আমি, আমি কার!
তুমি কি চেনোনা আমায় দেখোনি কখনো আগে
চির চেনাজানা এ আমাকে এতো অচেনা লাগে?
ঝর্ণার গান সুদূরের নীল আকাশ শিমুল পলাশ
শীতল ছায়ায় রাখালের বাঁশি বাজে বারোমাস,
গুল্মলতা ছোট ঘাসফুল মাথা তুলে ওঠে হেসে
আনমনা মনে আপন খেয়ালে যায় ভালোবেসে।
তারপরও শুধাও কে আমি, কি আমার পরিচয়
বলতে পারো ভাষার জন্য কোন জাতি প্রাণদেয়!
কোনদেশে বোন সম্ভ্রমদিয়ে স্বাধীনতা বয়ে আনে
কোনদেশে হয় সূর্যোদয় পাক-পাখির কলতানে।
সেই দেশেতে জন্মেছি আমি জেনেছো কি পরিচয়
ত্রিশলক্ষ প্রাণের বিনিময়ে আমরা এনেছি বিজয়
এই মাটি আজো স্যাঁতসেঁতে শুখায়নি রক্তের দাগ
প্রেমময় হাসি ঝরে রাশিরাশি বুকে জাগে অনুরাগ
এতো রূপ-রস এতো সুধাময় আমার মাতৃভূমি
দিবসে নিশিতে প্রাতে সাঁঝেতে মায়ের চরণ চুমি
পরিচয় এই আমি বাঙালি, বাংলা মায়ের ছেলে
কোথা যাবো আমি এ মায়ের স্নেহ মমতা ফেলে।
হৃদয়ে আমার স্বাধীন পতাকা প্রেরণায় বঙ্গবন্ধু
স্বাক্ষী রয়েছে আকাশ বাতাস স্বাক্ষী মহা-সিন্ধু।
চর্যাপদের আলে আলে আছে আমাদের পরিচয়
বাংলামায়ের দামাল ছেলেরা বাংলা করেছি জয়।
২৫ সেপ্টেম্বর ২০১৯