ঐ যে ফুটপাথে দেখা যাচ্ছে
        ছেঁড়া শাড়ি পরিহিতা ক্ষুধার্ত মায়েদের সারি
অনেকে তাকিয়ে খোলা আকাশের দিকে
        আসলে মাথার ওপর নেই যে কোনো বাড়ি।
ঝকঝকে ফুটপাথে সহস্র বুটজুতোর শব্দ
         আর বাতাসে গোল্ড ফ্লেকের কড়া গন্ধ
ওদের প্রতি উদাসীন প্রায় সবাই
          সভ্য সমাজের দরজাটাই ওদের জন্য বন্ধ।
সবার কোলেই একটা করে ক্ষুধার্ত শিশু
          ছটফট করছে একটুকরো খাবারের আশায়
কিন্তু ঐ সহস্র বুটজুতো তো নির্বিকার
           তারা শুধু ছুটে চলেছে অর্থের লালসায়।
কেউ কেউ আবার বিরক্ত হয়ে বলছে-
          " রাজকীয় ফুটপাথে নারকীয় আবর্জনা "
একবারও কেউ ভেবে দেখছে না
           ঐ ক্ষুধার্ত পেটগুলোর অসহ্য যন্ত্রণা !!!