এই সময়ের সাথে সহবাস করার অজানা আনন্দে
আমি ভুলে গিয়েছিলাম আমার শ্রেষ্ঠ স্বপ্নের ঐ
পারিজাত মাছরাঙাটার কথা যে আমায় মরীচিকার দুঃস্বপ্নে
বিভ্রান্ত হতে বাধা দিয়েছিল।


মাছরাঙাটার সারা শরীরে একটা আশ্চর্য সোনালী চাদর পরিয়ে দিয়েছিল
সূর্যাস্তের অবসন্নতা। ঐ মাছরাঙাটার
কথা ভেবে আমি আর এই বিবর্ণ সহবাস করতে চাই না।
কারণ সহবাস করতে করতে আমি ভুলে গিয়েছিলাম
নিজের জরাজীর্ণ অস্তিত্বের ক্রন্দন।


আজ তাই প্রিয় মাছরাঙাটার পিঠে চড়ে
ঊড়ে চলে যাব পরিবর্তিত কোনো এক সময়ে...
অকৃত্রিম সহবাসের আনন্দ নিতে...
নিজের দিকভ্রান্ত অস্তিত্বকে পথ চেনাতে...