শত বছর ধরে খুঁজেছি তারে
পাইনিকো আজ পেয়েছি তারে,
মাঠে-ঘাটে-বাটে বনে জঙ্গলে
হেরেনু তারে না রেখে কোলে॥
পারাবার নিচে পেয়েছিনু সেঁচে
না রাখতেই থলে গেলো সে যে পঁচে,
বারি খানি মোর হয়েছে সাগর
আশা তবু যায়নি হয়েছে ডাগর॥
এক টুকরো সোনা কি হবে ফাঁদ
সে যে ছিল মোর একমাত্র উৎপাদ,
বিকি-কিনি তোক ছিল নাকো কথা
হেরিবে জানি না ছিল গাঁথা॥
দিয়েছি শ্রম পেয়েছি নিষ্ফল
বুঝনি সে তো ছিল বিষ্ফল,
হইনিকো নিরাশ করেছি বিরাজ
পদাঙ্ক এগোবো হবো আমি রাঁজ॥