যখন বসন্ত ছিল __
গাছে গাছে ফুল,
মেঘহীন বর্ষা তার,
আমের ঝড়া মুকুল॥
কাজের ব্যাস্ততায় সবে
পাখিদের গল্প ছিল কলরবে।
গা জুড়ানো শুষ্ক বাতাসে
হৃদয় সবার শিউরে ওঠে॥
দুঃখগুলো ছিল সেদিন,
খুশির কোলাহলে বেদনাহীন।
দুপুরের তীখ্ন রোদে,
গা জুড়ানো বাতাসে,
আবেগ জড়ানো স্রোতে
মন সবার জুড়িয়ে আসে॥
বর্ষার চমকানো আকাশ
লুকিয়ে থাকা আভাশ,
চিল্লানো বন্ধুদের খেলার মাঝ
যেন সব শেষ হয়ে গেল আজ॥