রাত রাতেই থাকে দিন নাহি হতে চায়,
দিনের বেলায় ঝুকি থাকি রাত কখনি না হয়।
চাঁদের আলো বড়ই ভালো মিষ্টি জোসনায়॥
মানুষ মানুষই থাকে পশু নাহি হতে চায়।
ফুলের কি দোষ বলো ফল দিতে চায়,
মৌমাছির কি গুণ শ্রেয় যদি মধু পায়॥
খিড়কির পাশে বউদি বশে আছে চাঁদের আশায়,
গাঁ খানির লোক করে ঝটোপট পাখিরা বাসায়।
আমার কি মন বলো চাঁদের মনায়,
চাঁদের কি কম আলো রাতেরও বেলায়॥
পদ্যটি লিখেছিলাম তোমারি আশায়,
নিশীথ-শীতল কিছু বুঝি নায়।
রাত কে ভালো বাসি দিনকে ভয়,
মানুষকে ভালোবাসি অধম কে নয়॥
দিনের বেলা বাবা পাশে নাহি রয়,
রাতকে কেটে দিবে এমনিতেই নয় ।
রাতের বেলায় গল্প করি দিনের বেলায় কয়,
মা কে বাসি ভালো বাবাকে সয়॥