এক যে ছিল ছেলে,
তার নাম ছিল আরাফাত,
যতই বাঁধা আসুক না কেন?
সে কখনো হয়নিতো কাত।
শাখা-সখির হিসাব ছিলনা তার,
বাড়ি বাদ স্কুল,
গল্পে নাকি ফার্ষ্ট ছিল সে,
করুক না যত ভুল॥
বন্ধুরা নাকি হাবাগোবা সে নাকি লাভগুরু,
প্রেম না করে প্রেমিক নাকি এখানেইতো শুরু।
পাগল পাগল ভাব যে তার শহরেতে থাকে,
গ্রামে এসে প্রেম বিষয়ে অল্পতেই সে পাকে॥
বন্ধুরা নাকি করবেনা প্রেম প্রথমেই পরে সে,
পর থেকে মাতাল নাকি তারা বলে হেঁসে হেঁসে।
দুই এক বছর গেলে পরে লক্ষ্য করে তাদের,
তাঁর চেয়েও নাকি সিরিয়াছ তারা পিছু পরে মেয়ে দের॥
এতদিনে তারা বুঝেছে নাকি দিয়েছে প্রেমের ডাক,
এখন তারা প্রেম করছে হয়েছে বড্ড চালাক।
সঙ্গ দোষে সোনা ভাসে এটা নাকি প্রবাদ,
এখন তাদের কাটছে দিন ভোরবিহীন রাত॥