চোখদুটো কখন
নাইকন, ক্যানন ক্যামেরার থেকে
তীক্ষ্ণ হয়ে যায়
একঘেয়ে  অতিবৃষ্টি শেষে
পচনের প্রান্তবিন্দু থেকে
দীর্ঘ অসুস্থতার যন্ত্রণা অতিক্রম করে
আকাশে নীলের ক্যানভাসে শাদা মেঘ
জানালার ওপাশে
তীব্র রোদ ঝলমলে দিন
হাতছানি  দিয়ে ডাকে
পাতায় পিছলে পড়ে রূপালী রঙ
মৃদু স্বরে ডেকে চলেছে
অচেনা কোনো পাখি
সেও কি আমার মতো
উপভোগের স্বাদ নিচ্ছে
অমল মূহুর্তের
হঠাত একটা বিরান যায়গা
সবুজে শ্যামল হয়ে যায়
চোখের সামনে
চাইলে অনেক কিছু হয়
কিন্তু চাইতে  জানে ক'জন
একজন্ম পার হয়ে যায়
উদ্দেশ্যহীন, আশাহীন,স্বপ্নহীন
মৃত্যু গন্তব্যে হেটে চলার মতো নিরর্থক