প্রতিক্ষণ সুখ খুঁজি
অসীমের কতটুকু নিজের করে পাই  
হাজারো সুবিধায় ডুবে থাকি  
আধুনিকতায় কাটে রাতদিন
তবুও পুরনো রয়ে যাই!
একান্ত আঙিনা জুড়ে অসংখ্য অসঙ্গতি  
আমাকে সীমাবদ্ধ করে অনেককিছু
একদিকে প্রভাবশালী মুদ্রার অভাব
অন্যদিকে অজ্ঞানতার বিচিত্র অন্ধকার
গণ্ডিবদ্ধ আবর্তের সীমান্তে-
মানুষ হয়ে বাঁচার নানান সংস্কার  
নিজস্ব ভাবনার জালে
-আমি এক বন্দী মানব!
চারদিকে চেয়ে থাকি মুক্তির আশায়।