সোয়ান লেকের মুখ্য ভূমিকায়
আবিষ্কার করি নিজেকেই আমি-
কখোনো নিজের শরীর
শত্রু হয়ে উঠে নিজের-
কখোনো চারপাশের চিরচেনা সমাজ-
অথবা আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া কোনো নারী-
তারপরও ভালোবাসি
এই দুরূহতম জীবন
গভীর আহ্লাদে-
খড়কুটোর মতো আঁকড়ে ধরি
ক্ষীণ আশার সোনালী সুতো
"আহারে জীবন!
ছাড়িয়া যাসনে মোরে"