সে কোনো একটি উপহার আনে
তার মুল্য না জানি
তার ধরণ না জানি
নাইবা জানার চেষ্টা করি
অল্প পরিচয়ে
মায়ার যে বন্ধন হোলো
যেনো মিলে গেলো
আন্তরিক এক নদীর সন্ধান
যাকে হয়রান হয়ে খুঁজে  মরি
দেখা পাইনা একজীবনে
তারই প্রত্যাশায় এই দান
দূর্লভ  কোনো রত্নের মতো
মিলবে কি
সবসময় এইসব মেলে কি
তথাকথিত লোভী শর্তযুক্ত প্রেমে