ছড়ার মতো ছড়িয়ে আছে হৃদয় জুড়ে
তাকে কেউ না হয় দেখতে পেলে
যত্ন করে লুকিয়ে রাখা
প্রাচীন কালের স্মৃতি মাখা
গোপন কোনো পুরোনো সিন্দুকে
পায়না দেখতে কুটিল জটিল নিন্দুকে
সেই ঘরে দরজা আটা
কেউ কখনো খুলতে চায়না
থাকনা বন্ধ নিভৃতে
এক জনমে ঘুম না ভাঙলে
কে আর বলো জাগায় তারে
অনন্তকাল নিদ্রামগ্ন থাকুক না সে