:কবে দেখা হয়েছিলো শেষবারের মতো
  জানি মনে নেই তোমার
  আমি কিন্তু বলতে পারি দিনক্ষণ গুনে গুনে
:আজকাল থাকেনা কিছুই মনে
:ও হ্যা,কাজের কথাগুলো থাকে তো মনে  ?
   হা হা হা---
:তা না হলে বন্ধ হোতো উড়াল-চলা
:ভেবেছিলাম তাও ভুলে যাও
:চাপ, বুঝেছো চাপ
  মাস ফুরোলে মোটাদাগের পয়সা মেলে
  ছু্ঁয়ে দেখার পাইনা  সময়
:  জানো কি একে বলে ভারবাহী,
   মোটেও ফলভোগীনা!
:তোমার এখন চলছে কেমন ?
:এই সময় পেলে দু'একখানা মনের কথা
   যন্ত্র-পাতায় লিখে রাখি
   ঘুরে বেড়াই
   ঢুকে পড়ি বোহেমিয়ান  গানের দলে
   সুরে সুরে ফেলে আসা সময় খুঁজি
   পাহাড় দেখি
   ঘোরলাগা চাঁদ -একান্ত অন্ধকারে
   আকাশ দেখি মুগ্ধ চোখে...
   আর হ্যা, মানুষ দেখি -কতো মানুষ...!
   তোমার কি মানুষ দেখার সময় মেলে?
:খুব দেরীতে ঘুমোতে যাই
   কাজের চাপে ঘুম আসেনা...
:তোমার অনেক আশা ছিলো
   নাম ছড়াবে দেশে-দেশে
  অনেক হলো একটু থামো
:মানুষ কেবল আশায় বাঁচে
  আমার না হয় বেশীই আশা ...
:একটু সময় রাখলে না হয় নিজের করে
  না হয় দু'জন হারিয়ে গেলাম পূবের দিনে
  ঝেড়ে ফেলি বয়স যতো শরীর থেকে
  মনের নায়ে পাল তুলে আজ হারিয়ে যাবো
  হারিয়ে যাবো গহীণ জলে ডুব সাঁতারে...
  নীল জল চেয়ে থাকুক ভ্যাবলা চোখে -