এখানে নগরে বসন্ত নেই
কেবল ইট-কাঠ-পাথর-জঞ্জাল
আর আছে অগণিত মাথা
মাথার ভেতর  হাজার চাহিদা আর জটিল হিসেব-নিকেশ
পাখি নেই
বসন্তের পান্না সবুজ উপস্থিতি নেই
ডাল-পালা অবনত করা
ফুল-সম্ভার নেই
ক্ষণে ক্ষণে পাতার আড়াল থেকে ডেকে উঠা মন উথাল করা পাখি নেই
শরীরে ও মনে আজ দারুণ  অসুখ


তুমি বললে, "এসব এখানে  পাবেনা, তোমাকে যেতে হবে তার কাছে, সেখানে মিলবে তোমার এইসব চাওয়া-পাওয়া "
"একটু দাঁড়াও, তার আগে প্রিয়  তোমাকে শেষ বারের মতো দেখে নেই"
যেতে চাই বসন্তের দেশে
যেখানে নির্জনে টুপটাপ ঝরে পড়ছে
শিমুল-পলাশ
আম-লিচুর মুকুট  সেজেছে বাসন্তি সাজে
বাতাস মেখেছে মাতাল করা সুগন্ধি
মনচোরা হলুদ পাপিয়ার ডাক অনুসরণ করে
হারিয়ে যেতে চাই
অনন্তের আহবানে...