সারি সারি গাছ কেটে ফেলছে কারা?
যেন আমাকে কেটে কেটে
করছে টুকরো টুকরো
দুপাশে সোনারু,পলাশ, কৃষ্ণচুড়া
জারুল, বট-পাকুড়ের বিক্ষিপ্ত লাশ
আমি আর ঋতু মেলাবো না
ফুলদের রঙ-বাহার দেখে দেখে
দেখবোনা বৃষ্টি মন্দ্রিত দিনে
এইসব শত শত জাগ্রত দেবতাদের
বিরল বিলাসী স্নান-
গুনবো রাজপথে কতোগুলো খাদ
জপে নেবো সাইবর্গ নিলামবাজদের নাম
এই বৃক্ষশূন্য শহরে -