তখন শৈশব,
বাবা চেনান চাঁদ, জ্যোৎস্না-
একদিন পুকুরের কালো জলে
রূপালী পূর্ণচাঁদ বিম্বিত দেখে
একাকী শিশু শিউরে উঠে ভয়ে-
মানুষ পরিবেষ্টিত হয়ে
চাঁদের দিকে ঘোরলাগা বিস্ময়ে
তাকিয়ে থেকে কেটে গেছে
অনেক সুদিন-


যৌবন এসে ভীতু অস্তিত্বকে
সাহসী করেছে বীরের মতো
জোস্নার সাথে নির্জনতা খুঁজেছে
এই মন-


এই মানুষ ঠাসাঠাসির নগরে
সে ভীতি-প্রীতি কিছুই আনেনা-
একবার ছুটি চাই
একবার যাবো
নিভৃত-নির্জন চন্দ্রশোভার কাছে -