আমার অন্তর্গত অহংকারে
আমি নিমজ্জিত ছিলাম
যেমন অন্ধকারে ডুবে থাকে দিন
আমার ঔদ্ধত্য আমাকে ছাড়িয়ে যেতো অবিরত
আমার দৃষ্টি আচ্ছন্ন হয়ে ছিলো মিথ্যে গর্বে
হঠাত ভুলের স্বর্গ ভেঙ্গে পড়লো
একটি  যুদ্ধে-দুর্যোগে,
একটি ভয়াবহ মহামারীতে
যা কিনা যুদ্ধের থেকে কম কিছু নয়
ভূপাতিত হোলাম আমি
এক বস্ত্রে, শুন্য হাতে জীবন  আর মৃত্যুর সাথে লড়াইয়ে মেতে উঠলাম আমি
বলা যায় অনেকটা ঘুমের মধ্যে
ঘটে গেলো এই মহাপতন...
কারা যেনো তাদের সমস্ত সাহস জড়ো করে দীপ্ত কন্ঠে বললো,
"দেখলে তো, দুনিয়াটা কতো বড়
আর সব কিছু তোমার বাপ-দাদার সম্পত্তি নয় মোটেও ! "