মধ্যবয়স ছোঁয়ার আগেই
দু'একটি চুলে রূপালী রঙ
ঘর ভরা হাঘর মুখ-
বিশ্বাসী মানুষ বিশ্বাস ভেঙে
বেধেছে নতুন আশার সংসার -
যৌবনকে ঢেকেছে
কৌশলে অকাল বার্ধক্যে-
প্রেমহীন দু:সময়
নি:সংগতাকে সংগ দেয়-
কালোরাত আর ঋণের
আকাশ সমান বোঝা
মাথার উপর রাখে সযত্ন হাত-
দু:খের সাতকাহন শুনিয়ে
কাঁদো কেন নারী?
তোমার চোখের জল মাপি
এমন হাইড্রোমিটার কোথায় ?