অলৌকিক বাসা বাঁধে সবার আগে
মগজের মগডালে
সুদৃশ্য স্বর্ণলতার মতো
ছেয়ে ফেলে পাতা-কাণ্ড
বৃক্ষ হয়ে যায় অদৃশ্য


যুক্তি ফিরে যায় বার বার
ব্যর্থ আঘাত হেনে কুসংস্কারের দরজায়


আমি-আমরা মজে আছি গুজবের জৌলুসে
বিশ্বাস না যুক্তি কাকে আপন করে নেবো
বিভ্রান্ত হয়ে আছি এই ধন্ধে


যেখানে মগজাস্ত্রের লড়াইয়ের কষ্ট নেই
টুপটাপ ডুব দেই সেই অন্ধকারে
চোখ বুঁজে বাস করি
আনন্দিত মনগড়া সুখের ভুবনে


একবার মুক্তমনে ভাবো না কেনো
যুক্তির ধারে শান দিয়ে