মৃত্যু এসে দরজায় কড়া নাড়ে
লোভী হাতগুলো অক্টোপাসের মতো নড়ে চড়ে উঠে
বিভৎস উল্লাসে
তারা তাঁর মৃত্যুর  অপেক্ষায় থাকে  শকুনের মতো
সে শুধু খুঁজে
একটি মায়াবী চোখ চারপাশে
কারো দুফোঁটা চোখের জল-
ধিক, ধিক এইসব লোভকাতর আত্মার
জীবনকে আষ্টেপৃষ্টে উপভোগ করেও
তৃষ্ণা মেটেনা লোভের উনুনের
নষ্ট আত্মা বেঁচে থাকে বহুদিন
রকমারী ভোগে-বিলাসে-
পচা-গলা আত্মা কিভাবে সান্নিধ্য পাবে
চিরন্তন সত্য ও সুন্দরের?
আমিও  লোভী অনেকের মতো
অতি সযত্নে লোভাতুর গলায় কঠিন লাগাম পরিয়ে রাখি
এই বুঝি খুলে যাবে
মুখোসের আড়াল ভেঙে
অসহ্য কদর্যতায়....