সানডে সাসপেন্সে ভূতের গল্প শুনছি
সদ্য শ্যাম্পু করা চুলে চালাচ্ছি
দামী উপহার পাওয়া চিরুনি
বাইরে তীব্র গরম
রেখেছি শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা
বাইরের পৃথিবী ভেসে যাচ্ছে
ঝলমলে উজ্জ্বল সুতীব্র রোদে
গুনগুন করে ভেজে চলেছি
প্রিয় গানের সুর
শ্রেণীবোধ আমার খুব তুঙ্গে
বাকপ্রতিবন্ধী গৃহকর্মী নারীটি
বেগুন ভাজছে রান্নাঘরে
ইশারায় কথা হয়
বেশ অন্যরকম অনুভূতি
হঠাত মনে হোলো,
সে কিছু শুনতে পায়না
কিছু বলতেও পারেনা
মুহূর্তে কৃতজ্ঞতায় ভরে উঠে অস্তিত্ব
এই শ্রবণের আশ্চর্য্যময়তার
দৃষ্টিশক্তির বর্ণিলতার
ভাব প্রকাশের বাঙ্ময়তার
কোনো বিকল্প আছে কি?
বিনিময় হয়না বুঝি!