এই বেশ ভালো আছি
কারো উপরে কোনো অভিমান নেই
যেটুকু যা কেবলি নিজের প্রতি
ক্লান্তিতে দু'পা ভেঙে এলে
ওদেরকে আদর করে বলি:
ওহে সোনারা এমনটি করতে নেই
আরো যে কিছুটা পথ হাঁটতে হবে-
অবশ হয়ে আসা আঙুলদের বলি:
কলম থেমে গেলে চলবে?
আরো কতো কি লেখার ছিলো -
ঘুমে বুঁজে আসা চোখজোড়াকে বলি:
আরো অনেকটা সময় জাগতে হবে-


তোমরা কতোগুলো দিন এভাবে
আমার আমিকে নিরলস সঙ্গ দিলে
কি দিয়ে যে ঋণ শুধি!