ক্রমশ বিবর্ণ হোচ্ছে
একদা উজ্জ্বল  ক্যানভাস
বর্ণহীন হোতে হোতে
বিষন্নতায় ছেয়ে গেলো চারপাশ
কি অসহ্য রকম শূন্যতা
উদ্দেশ্যহীন পরিত্যক্ত জনপদের নির্জনতা রাজত্ব করে-


জীবনে একটূ রঙ চাই
সে তো চির বর্ণিল এক যাত্রা
এসো আবারও  তুলে নেই রঙতুলি
আবারও রাঙাই তাকে
লাল নীল হলুদ সবুজ সোনালী সাজে