তোমরা কি আমার মতো বাস করো
কল্পনার রাজ্যে
শূন্যে অনেকবার
আকাশ কুসুমের প্রাসাদ গড়েছি
সে ভবনের কার্ণিশে কার্ণিশে
আলো পিছলে পড়ে সারাদিন
বাতাসে পাখ-পাখালির সঙ্গীত মূর্ছনায় মাতানো প্রহর
নীলাকাশের রংবাহার....
ঘুম ভাঙলেই ভেঙে পড়েছে
সেসব স্বপ্নসুখের মতো
স্বপ্নবান হওয়া কি হাস্যকর
না কোনো অপরাধ?
বলে রাখি এইসব শখ পূরণের
ঘোড়দৌড়ে কবে কখন সবকিছু হারিয়ে ফেলেছি আমি
হারিয়েছি প্রাণময় বর্তমানের দাবী
এখন মুঠোভর্তি কেবল রণক্লান্ত শূন্যতা