মানুষ  ভুলে যায়
কিন্তু আশ্চর্য এভাবে ভুলে যায়
সেই চেনা মানুষগুলো
সেইসব চেনা সড়ক  
সেই চেনা জনপদ
যারা ছিলো ভালোবাসার অপর নাম
স্বপ্নের একান্ত ব্যক্তিগত লীলাভূমি
এখন  খুব স্মৃতি হাতড়ে বেড়াচ্ছি
নাহ, কিছুই মনে পড়ছেনা
অনেক চেষ্টা করেও মনে পড়ছেনা
কেউ কি বলবেন
ঠিক কি কি কারণে
স্মৃতিগুলো অমর হয়ে থাকে
চাইলেও ভুলে যাওয়া যায়না
স্মৃতি-ঘরের দরজায় বিনা নোটিশে
তরতাজা ফুলের সুগন্ধি নিয়ে হানা দেয়