কতোবার স্বপ্ন  দেখেছি
আশায় বুক বেঁধেছি
সুন্দর আগামীর কল্পনায়
পরিবর্তনের জন্যে হয়তো মাহেন্দ্রক্ষণ  লাগে
বাকি সব আয়োজন সেই যাত্রা পথের দিকে ধাবিত
সভ্যতার বিকাশে সেই ক্ষণটি যে বড় বিরল
ভুলে যাই সেটি সব পাওয়ার দেশ হয়ে উঠেনা
আবারও কোনো নতুন আয়োজনের প্রস্তুতি চলে ...
আবিষ্কার করেছি
কখনো ব্যক্তি আমি অনেকটা দর্শকের মতো,
কখনো সক্রিয় সংগ্রামী ...
চারপাশে অনেক কিছু ঘটে চলেছে...
আমাকে কি সব ঘটনা স্পর্শ করে ?
যখন করে তখন সক্রিয় হয়ে উঠি
পৃথিবীর সব সত্য ও সুন্দরের সাথে
যাপিত জীবনে পরিচয় হয়েছে কি ?
সেসব আমার সত্ত্বায় প্রোথিত হয়েছে কি ?
কতো শত রক্তাক্ত সংগ্রাম নগদ ফল আনেনি
ডুবে গেছি অনন্ত হতাশার সমুদ্রে !
তবুও আশা ছাড়িনি
প্রতিদিন একটি একটি করে
কুড়িয়ে নেই নতুন নতুন শুভকে
মালায় জড়িয়ে নিতে