হাঁসফাস হাঁসফাস হাঁসফাস
না দিনগুলো যেনো এগুতে চায়না
কচ্ছপের পিঠে ভর করেছে নাকি
কে জানে
আমাদের দৈনন্দিন  বড় একঘেয়ে হিসেবে ভরা
সন্তান, সম্পত্তি, সজন
বাকবিতণ্ডা, ঝগড়া ঝাটি যেনো নিত্য অনুসঙ্গ
একদা অনুসুয়া এখন শংখিণি
একটুকরো  সবুজ, খোলা আকাশ, নির্মল বিশাল জলের কাছে গেলে কেমন হয়
অনেকদিনের গোপন  অভিলাষ  ছিলো
সময় করে উঠা হয়না
তাই ৭২ এর তরুণ, ৬০ এর যুবতী,৩৫ এর বৃদ্ধা,২৫ এর নড়বড়ে মধ্যবয়সী সবাই মিলে রওনা হোলাম
প্রকৃতি  হাত ভরে অনেক কিছু দিলো
দৃশ্যমান,  অদৃশ্য
এই যাওয়া কি উন্মুক্ত  আকাশ
আর বিশুদ্ধ  পানির খোঁজে  
নাকি নিজেদের মালিন্যকে ধুয়ে ফেলতে
ফিরতি পথে তাই কি মন ভারাক্রান্ত