এখানে কেউ কারো কথা শোনেনা
কেউ কারো কথা ভাবে না
খুব বেশী ব্যস্ত
চোখে ঠুলি আটা
যেন আত্মা বন্ধক দিয়েছে
কারো কাছে চড়া সুদে
এখানে আমি অচল মুদ্রার মতো
সহিষ্ণূ গাছের মতো দাঁড়িয়ে থাকি
মানুষের চোখের দিকে
অপলক তাকিয়ে থাকি
সময় নিয়ে
তার বেদনা পাঠ করি
এখনো আমার চক্ষূলজ্জা
আমাকে লজ্জা দেয়-
কেঊ কেউ প্রশ্ন করে
মানুষটা বেকার নাকি ?