কে তোমাকে ধূমপায়ী, মদ্যপ, নেশাখোর বানিয়েছে
গর্ভধারিণী মা নিশ্চয়ই নয়
তোমার সর্বনাশের নায়ক ছিলো কি পিতা, পিতৃব্য, বন্ধু-বান্ধব?
অনিয়মকে করেছো জীবনের নিত্য অনুসঙ্গ, নিয়েছো জীবন যুদ্ধের অন্যায় ঝুঁকি,  নির্ঘুম রাত, অমানবিক শ্রমে জড়িয়েছো নিয়ত
আজ মধ্য চল্লিশে ঘাতক ব্যাধিরা তোমাকে দুহাতে টুটিচিপে ধরেছে
অসময়ে
তোমার শরীর ক্ষীণ থেকে ক্ষীণকায়
তুমি বাঁচার চেষ্টায়  মরিয়া
ডাক্তার-ডাকাতের যমালয়ে নিয়মিত  দিচ্ছো জরিমানাসহ হাজিরা
তোমার দিকে করুণ অসহায় চোখে তাকিয়ে কয়েকজোড়া একান্ত মুখ
ততোদিনে ক্ষতি  তোমাকে আলিঙ্গন করেছে নিষ্ঠুর ভালোবাসায় বেঁধে
তুমি বের হতে চাইছো
আপ্রাণ চাইছো
পারবে কি এই বিষাক্ত বলয় ভেঙ্গে
বের হতে...
পারবে কি
আগামীর পুরুষের নেতৃত্ব  দিতে,
অভিভাবক হবে কি আগামী প্রজন্মের...


....  *******
The Men's Health forum aims to help prevent premature male deaths from preventable causes and have a wealth of information on men's health, ...