একদিন খুব সৌখিন ছিলো যুবকটি
ফুরফুরে  পোশাক
হাতে দামী  ঘড়ি
গলায় সোনার  মোটা চকচকে চেইন
গায়ে সুগন্ধি
সার্বক্ষণিক সঙ্গী দ্রুতগামী বাইক
সময় গড়িয়ে যায়
ভাঙাগড়ার নাটকের মধ্য দিয়ে
এখন  সে বয়স্ক, রোগা ভোগা
মৃদুগতি, চিন্তামগ্ন,ধীরস্থির
বন্ধুরা বলছে চল বেড়িয়ে আসি
বুকপকেটে কি যেনো হাতড়ায়
কিছুক্ষণ চুপচাপ থেকে সামান্য হেসে
উত্তরে সে বলে, ভেবে দেখি জানাবো
সে কি বের হবে আবার আগের মতো