বেঁচে গেছি
আজকাল আর ভুগিনা অপেক্ষার রোগে
আগে অস্থির হয়ে পায়চারি
অসম্ভব  উদবিগ্নতা,আফসোস


আজ এখনো বাহন আসেনি,
চারদিকে থেমে থেমে হওয়া
কাঙ্ক্ষিত বৃষ্টি
কাউকে অভিযোগ দেইনি এখনো
বসে আছি একটি পরিত্যক্ত  চায়ের দোকানে
গন্তব্যে যেতে দেরি অনির্দিষ্ট কাল
মুঠোফোনটাও বিগড়ে আছে
বেশ কিছুদিন হোলো
আমি কিন্তু অপেক্ষায়  নেই
ভুলে যেতে চাই অপেক্ষার নীল যন্ত্রনা
খুঁজে  ফিরি প্রিয় কবিদের কাব্য