ঘুমে স্বপ্ন নয় দুস্বপ্ন ধাওয়া করে
সন্দেহ বীজ ছড়িয়ে থাকে
মস্তিষ্কের অলিতে গলিতে
যুগল মূহুর্ত পার হয় চুড়ান্ত অস্থিরতায়
ক্রমশ দূরে সরে যায় স্বজন
খুব একাকীত্ব ঘিরে থাকে
তারপরও সুখী হওয়ার ব্যর্থ প্রয়াস
কেউ কোটি টাকা ব্যয় করে বিফল
কেউ বর্জ্য কুড়িয়ে বিস্তৃত হাসিমুখ
কোনো সমাধানে পৌঁছানো যায়না শেষমেশ
সময়ের কাছে থেকে কেড়ে
নেওয়া হয়না একখণ্ড সুসময়