বেঁটে-খাটো মানুষটি
এই অল্প বয়সে অর্জন করে
অনেক কিছু
সদ্যনির্মিত সুসজ্জিত  বাড়ি
চকচকে গাড়ি
সুশ্রী-কুশ্রী অনেকগুলো নারী
বিভিন্ন ব্যাংকে মোটা অঙ্কের টাকা
না জানি আরো অদৃশ্য কতো কি
তার বয়সী এখনো অনেকে
গভীর অধ্যবসায়ে নিমগ্ন ছাত্র-
সৎ উপায়ে উপার্জনের স্বপ্নে
জুতোর তলা খোয়ানো
আধপেটা খেয়ে
জীবনের ঘানি টেনে চলা
ক্লান্ত যুবক-
এক সকালে আলো উঠার আগে
বেজে গেলো এ কিসের ঘন্টা!  
একদল কালো পোশাকের লোক
ঘিরে ফেললো তাকে
চারিদিকে চিৎকার উঠলোঃ
"অবৈধ-অবৈধ-অবৈধ"
অসংখ্য চোখ উপচে পড়া উৎসাহে
লেহন করে তার পরাজয়-
ব্যর্থ কোনো বাবা-মায়ের
সে কি এক বিচ্যুত সন্তান?
শৈশবে সে কি ছিলো
স্কুল পলাতক কোনো বালক?
তখন সমাজ কোথায় ছিলো?
কোথায় ছিলো পরাক্রমশালী রাস্ট্র?
ভাবতে ভাবতে ভেতরে ভেতরে
কুঁকড়ে উঠে তথাকথিত ভদ্র আত্মা!