''তোমার চোখে পৃথিবীর সব উচ্ছ্বাস "---
একঘেয়েমী-
অবহেলা-
এরপর চলে রক্তের শিখায়
অবিবেচক বহ্নি-উতসব-
ভুল শুধু ভুল;
পুরোটাই ভুল
''হায় একি ভুল আমি করেছি---"
অবহেলার ভুলগুলো কখন যেনো
ফুল হয়ে ফুটে উঠলো টেরও পাইনি-
এক সময়ের দু'টি চেনা হৃদয়
জেগে থাকে অন্য ভূবনে-
কারো জন্যে কেবল সিঁড়ি হারিয়ে ফেলা
কেবল পতন-
উদ্দেশ্যহীন-
কোনোকালে কোনো গন্তব্য ছিলো কি?
কারো জন্যে- আপাতঃ ভুলগুলো
ফুল হয়ে যায়-